কোহলির কথাবার্তা যেন মাঠকর্মীদের মতোঃ স্ট্রস

আহমেদাবাদ টেস্টের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে ভারত। পিচ নিয়ে ভারত-ইংল্যান্ডের পাল্টাপাল্টি বক্তব্যে বেশ উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে মাঠকর্মীদের সঙ্গে তুলনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস।

কোহলির এমন বক্তব্যে ক্ষেপে গেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার এন্ড্রু স্ট্রস মনে করেন, উইকেট নিয়ে বির্তকের মাঝে কোহলির এমন মন্তব্য করা উচিত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, পিচ নিয়ে অ্যালিস্টার কুক যা বলেছে তার সঙ্গে আমি একমত। উইকেট নিয়ে কোহলির মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন মাঠকর্মীদের মতো কথা বলছেন।

উইকেট কতটা খারাপ ছিল তা বোঝাতে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুটের উদাহরণ টেনে আনেন স্ট্রস বলেন, জো রুটের ব্যাটিংয়ের দিকে দেখুন। আমরা সবাই জানি, সে স্পিন কতটা ভালো খেলতে পারে। দারুণ ছন্দেও রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে সে পুরোই ব্যর্থ। মাত্র ১৯ রান করেছে। এরপর দুই দলই প্রথম ইনিংসে খুবই অল্প রানে অল-আউট হয়েছে। দু-তিন বার আউট হওয়ার হাত থেকে বেঁচেছে জো রুট। এমন পিচে আসলেই খেলা যায় না।

সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, স্পিন খেলায় দু-দলের ব্যাটসম্যানদের অক্ষমতার কারণেই খেলা এত দ্রুত শেষ হয়ে গেছে। ম্যাচে ২১টা উইকেটই পড়েছে সোজা বলে। ব্যাটসম্যানদের স্পিন খেলার মানসিকতার অভাব ছিল তাই এমন পরিণতি।

তৃতীয় টেস্ট ভুলে শেষ ম্যাচে ইংল্যান্ডের জ্বলে উঠার প্রয়োজন জানিয়ে স্ট্রস বলেন, সিরিজ হার এড়াতে হলে, শেষ ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইংল্যান্ড। তেমন কিছু করতে পারলে, শেষ টেস্টে ইংল্যান্ডের পক্ষেই ফল আসবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা শেষ ইংল্যান্ডের, তবে সিরিজ হার এড়ানোর ভালো সুযোগ থাকছে। সেই সুযোগই কাজে লাগাতে হবে।