তেহরান ও দিল্লির মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ভারত সফরে গিয়ে নয়াদিল্লির সঙ্গে তেহরানের চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলেছেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার বিকালে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ভারত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে জেনারেল হাতামির এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্যাঙ্গালোরে আরো বলেন, ভারত ও ইরান এশিয়া মহাদেশের দু’টি গুরুত্বপূর্ণ দেশ এবং বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে ধারাবাহিক সুসম্পর্ক বহাল রয়েছে। তিনি বলেন, ভারত মহাসাগর দিয়ে মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক আরো শক্তিশালী হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ভারত সফরে জেনারেল হাতামি ভারতের প্রতিরক্ষামন্ত্রীসহ সেদেশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্যাঙ্গালোরে অনুষ্ঠেয় প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে ভাষণ দেবেন। এছাড়া, তিনি আজ (বুধবার) কর্নাটকের রাজধানীতে বিমান বাহিনীর সমরাস্ত্র ও সরঞ্জাম সংক্রান্ত আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।