রানের খরা কাটাতে চুল কেটেছেন সাকিব

সাকিব আল হাসানের চুল নিয়ে বিগত কয়েক মাস একটু বেশিই মাতামাতি ছিল ভক্ত-সমর্থকদের মধ্যে। প্রথমবার সাকিব চুল বড় করেছিলেন, তা দেখে তার অনেক ভক্তও চুল বড় রাখা শুরু করেন।

তবে নতুন বছরে সাকিবের চুলের স্টাইলে আসে পরিবর্তন। হুট করে ফের ছোট চুলধারী সাকিবকে দেখা যায়। এতদিন পর সাকিব জানালেন তার চুল কাটানোর কারণ।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে ফেসবুক লাইভে এসে সেই কারণ খোলাসা করেন সাকিব।

তিনি জানান, ‘চুল কেটেছি কারণ আমার বন্ধুরা বলেছে, এটার জন্য রান হচ্ছিল না তাদের ধারণা। রানের জন্য চুলটা কাটতে হয়েছে আমার।’