অবশেষে নেতানিয়াহুকে ফোন বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেন ২০ জানুয়ারি। শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন দেশে ফোন করে কথা বলছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ইসরায়েলে ফোন করছিলেন না তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ফোন করেছিলেন গদিতে বসার মাত্র দুই দিন পর। কিন্তু জো বাইডেন ২০-২৫ দিন পেরিয়ে গেলেও ফোন করছিলেন না। কেন করছেন না, তা নিয়ে নানা আলোচনার মাঝেই অবশেষে ২৭ দিন পর বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্মরণ করলেন তিনি।

ফোনালাপের পর বাইডেন ওভাল অফিসে দাঁড়িয়ে সাংবাদিকদের যা বলেছেন, তাতে তিক্ত সম্পর্কের কোনও আভাসই পাওয়া যায়নি। তিনি বলেন, ‘দারুণ আলাপ হয়েছে।’

অন্যদিকে নেতানিয়াহুর অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, দু’জনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন। দেশটির দাবি, ‘এ সময় ইরানি হুমকি মোকাবিলা এবং ইসরায়েলের সঙ্গে আরব ও মুসলিম দেশের উদীয়মান সম্পর্কের বিষয়ে কথা হয়েছে।’