আইপিএলে দল পাননি যে বিশ্বকাপজয়ী তারকা

হরভজন সিং এর পুরো নাম হরভজন সিং প্লাহা। তিনি একজন ভারতীয় ক্রিকেটার। বিশেষত তিনি একজন বোলার। অফ স্পিন এর দ্বারা ২য় সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি, শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরন এর পরেই তার স্থান। ভারতের অসংখ্য ম্যাচ জয়ে অবদান রয়েছে হরভজন সিংয়ের। শুধু তাই নয়, ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়ার পেছনেও অবদান রয়েছে তার।

গত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ে অবদান রয়েছে হরভজন সিংয়ের। ভারতের দুটি বিশ্বকাপ শিরোপাসহ অসংখ্য ম্যাচ জয়ে অবদান রাখার পরও নিজেদের লোকাল টুর্নামেন্টে জায়গা পাননি হরভজন সিং।

আইপিএল নিলামের সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যে থাকা হরভজনকে কোনো দল নেয়নি। পরে হয়তো নেগোসিয়েশন করে কোনো দলে খেলতে পারেন হরভজন সিং।

তবে, হরভজন সিং ভারতীয় ক্রিকেট দলের হয়ে ২৩৬ ওয়ানডে, ১০৩ টেস্ট আর ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭১১ উইকেট শিকার করেন।

এর আগে আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস, রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবে খেলেছেন হরভজন সিং। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ে হরভজন সিং অনন্য অবদান রেখেছেন।