আমার প্রশংসা করতে হবে না, লজ্জা লাগেঃ পরিকল্পনামন্ত্রী

আমাকে নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন প্রদীপ এবং সাইফুজ্জামান। আমার অত প্রশংসা করতে হবে না। এতে লজ্জা লাগে, মাঝে মাঝে অস্বস্তিকর। ধন্যবাদ, আসুন, ভালো আছেন, এটুকু যথেষ্ট। ফুল-ফাল দেয়া কমেছে ইদানীং। আরো কমাব আমরা। গেলেই ফুল নিয়ে আসে, ক্রেস্ট দেয় এগুলো কমিয়ে আনা দরকার।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত এক ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, স্ফুলিঙ্গ ২১ ফেব্রুয়ারি সামনে আসছে। তাদেরকে (ভাষা শহিদ) স্মরণ করতে হবে। কিন্তু স্মরণ করে মাথা নোয়াবেন না, মাথা ভেঙে পড়ে যাবেন না। আমাদের বীর পুরুষদের সালাম দেবো, ধন্যবাদ জানাবো, তারপর কাজে চলে যাবো। ওদিকে তাকিয়ে বন্দনাগীতি গেয়ে সারাবেলা নষ্ট করলে দিন নষ্ট হয়ে যাবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নিজেদের অবস্থান সম্পর্কে আপনারা গর্ববোধ করবেন। লজ্জা পাবেন না, ভয় পাবেন না। ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুইয়ে চলার দিন শেষ। স্বাধীন দেশের মানুষ আপনারা। কাজ করবো, কাজের ফল ভোগ করবো।