এক হারেই নড়বড়ে ভারত, ঝুলে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন

ভারতের বিপক্ষে তাদের মাটিতে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানের বড় জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। আর বড় ব্যবধানে ইংলিশদের এমন জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ইংল্যান্ড। চার নম্বরে নেমে গিয়েছে ভারত।

ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৫৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৩৭ রানে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অল-আউট হয়ে যায়। জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯২ রানে।

রথম টেস্টে হারের ফলে ভারতের সংগ্রহে রয়েছে ৬৮.৩ শতাংশ হারে ৪৩০ পয়েন্ট। তারা আছে চার নম্বরে। ইংল্যান্ড ৭০.২ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট নিয়ে এক নম্বরে চলে আসে। নিউজিল্যান্ড আগেই ৭০.০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফলের নিরিখে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে অজিদেরও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জিতে পাকিস্তান পাঁচ নম্বরে উঠে এসেছে। ৪৩.৩ শতাংশ হারে তাদের সংগ্রহে রয়েছে ২৮৬ পয়েন্ট। যদিও পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে নেই! পয়েন্টের শতকরা হারে লিগ টেবিলের প্রথম দু’টি দল উদ্বোধনী আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।