করোনা ভ্যাকসিন নিলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা করোনা ভ্যাকসিন নিয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জাকে করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বুথে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়। এসময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুপ্রভাত চাকমাও ভ্যাকসিন গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম জানান, প্রথম ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার ৪হাজার ১শত ৯২জনের জন্য পূর্ণডোজ ভ্যাকসিন এসেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত তিনটি বুথের মাধ্যমে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ইতিমধ্যে কোম্পানীগঞ্জে ২৩৮জন ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।

উল্লেখ্য, সারাদেশে গণহারে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করার পর তিনি টিকা গ্রহণ করেন।
এ ছাড়াও টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরও অনেক বিশিষ্টজন।