কাদা ছোড়াছুড়িতে আমি পারদর্শী নই : সাকিব

চট্টগ্রাম ও ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর তোপের মুখে বাংলাদেশ টেস্ট দল।

টেস্ট সিরিজ শেষে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন জানান, ক্রিকেটারদের খেলা দেখে মনেই হয়নি তারা টেস্ট খেলতে নেমেছেন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে প্রত্যক্ষ করেছেন ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার তাড়া।

এতসব বিতর্কের সামনে মুখ খুলেছেন টেস্টের সাবেক দলপতি ও দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বোর্ড কর্তাদের তোপের মুখে অবশ্য জ্বালাময়ী কিছু বলতে শোনা যায়নি সাকিবকে।

সাকিব বলেন, ‘উনি (পাপন) উনার মতামত প্রকাশ করেছেন। আমি আমার মতামত এখন দিতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় এখন এগুলো নিয়ে কথা বলার আদর্শ সময়। কথা বলা, কাদা ছোড়াছুড়িতে আমি খুব একটা পারদর্শী নই কিংবা বিশ্বাসও করি না।’

সাকিব আরও বলেন, ‘জিতে গেলে কিন্তু আপনারা এই প্রশ্ন করতেন না। কিন্তু তখনো আপনাদের কাজ ছিল প্রশ্নগুলো করা। আপনাদেরও (সাংবাদিক) অনেক দায়দায়িত্ব আছে।’