কান্না শুনে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুকে নিজের দুধপান করালেন নার্স

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিল থেকে কান্না শুনে এক দিন বয়সী নবজাতককে (মেয়ে শিশু) উদ্ধার করেছেন স্থানীয়রা। হাসপাতালে ভর্তির পর তাকে বুকের দুধপান করান সিনিয়র স্টাফ নার্স আমিনা বেগম।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের কামারবাড়ি বিলে একটি নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, মেহেরপুর গ্রামের কামারবাড়ি বিলে এক নবজাতক কান্নাকাটি করছিল। তার কান্নার শব্দ শুনে ওই ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ওই নবজাতককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. লিংকন জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আমিনা বেগম শিশুকে নিজের বুকের দুধপান করিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত শিশুটিকে চিকিৎসাজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এ বিষয়টি জানাজানি হলে অনেকে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।