কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের বিরোধের একমাত্র ইস্যু হচ্ছে কাশ্মীর। আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।

বুধবার(২৫ ফেব্রুয়ারি)কলম্বোতে শ্রীলঙ্কা-পাকিস্তান বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একমাত্র বিরোধের বিষয় হচ্ছে কাশ্মীর এবং এটি কেবল আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমি ক্ষমতায় আসার পরপর আমাদের প্রতিবেশী ভারতকে প্রস্তাব দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলাম আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে উপমহাদেশকে সামনে এগিয়ে নিতে।’

ইমরান বলেন, ‘আমি সফল হইনি। তবে আমি আশাবাদী, শেষ পর্যন্ত বিবেকের জয় হবে। একমাত্র বাণিজ্য সম্পর্কের মাধ্যমেই উপমহাদেশ দারিদ্র মোকাবিলা করতে পারবে।’