কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারেন ভেবে শ্রীলংকার পার্লামেন্টে ইমরানের ভাষণ বাতিল

আগামী ২২ ফেব্রুয়ারি শ্রীলংকা সফরে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ সফরে ২৪ ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্টে ইমরানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পূর্বঘোষিত অনুষ্ঠান বাতিল করেছে শ্রীলংকা পার্লামেন্ট।

বুধবার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা অভয়বর্ধন বলেন, ‘বিশেষ কারণে’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পার্লামেন্টে বক্তৃতা বাতিল করা হয়েছে।

সরকারিভাবে শ্রীলংকা পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণেই ইমরানের বক্তৃতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু বুধবার কলম্বোয় সর্বদল বৈঠকের পর রাজনৈতিক মহলের খবর– পার্লামেন্টের বক্তৃতায় ইমরান কাশ্মীর সমস্যার প্রসঙ্গ তুলতে পারেন আঁচ পেয়েই তড়িঘড়ি এ সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকার।