ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার ইউসুফ পাঠান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই অধ্যায়ের সমাপ্তি টানা কথা ঘোষণা দিয়েছেন দুবারের বিশ্বকাপজয়ী তারকা।

বিদায়ী ঘোষণায় ইউসুফ জানিয়েছেন, জীবনের এই ইনিংসে সমাপ্তি টানার সময় এসেছে।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান ইউসুফ পাঠান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচটি জিতে শিরোপা ঘরে তোলে ভারত।

এর পরের বছরই ওয়ানডে অভিষেক হয় ইউসুফের। দেশের হয়ে খেলেন ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ। ওই বিশ্বকাপেও শিরোপা ঘরে তোলে স্বাগতিক ভারত। ওই বিশ্বকাপে ছয় ম্যাচে ১১৫.৬২ স্ট্রাইক রেটে ৭৪ রান করেন তিনি। আর বল হাতে নিয়েছেন কেবল এক উইকেট।

বিদায়ী বার্তায় ইউসুফ লিখেছেন, ‘সারা জীবন ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল, কোচ এবং সমস্ত ভারতবাসীকে ধন্যবাদ। আমার জীবনের এই ইনিংসে এবার দাঁড়ি বসানোর সময় এসে গেছে। সমস্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করছি। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এবং শচীন টেন্ডুলকারকে কাঁধে তোলা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।’