ক্লান্ত নই, আমরা মানসিকভাবে শক্তিশালীঃ রাহানে

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে বিরাট কোহলি দলে ফেরায় ফের সহ-অধিনায়কের ভুমিকায় দেখা যাবে রাহানে। টেস্ট সিরিজে ইংল্যান্ডের মোকাবেলায় ভারত মানসিক ভাবে শক্তিশালী বলে জানিয়েছেন ভারতের ক্রিকেট সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।

আগামীকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। গত মাসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের নায়ক রাহানে বলেন, কোহলি নেতৃত্বে ফিরে আসায় তিনি দারুন খুশি।

সংবাদ সম্মেলনে রাহানে বলেন, আমরা আসলেই মানসিকভাবে সুদৃঢ়। আমরা একটি ইউনিট পরিবারের মতোই। এখানে আমরা পরস্পরের সঙ্গ বেশ ভালোভাবে উপভোগ করছি। পরিবারের মতো একসাথে সময় কাটানো এটা খুবেই গুরুত্বপূর্ণ। এটি সত্যিই দারুন ব্যাপার। আমরাও আসলে ক্লান্ত নই। আমরা আসলেই মানসিকভাবে শক্তিশালী।

রাহানে বলেন, আমার কাজ হচ্ছে আগের অবস্থানে ফিরে গিয়ে বিরাটকে সহযোগিতা করা। অধিনায়কের অনেক চিন্তা মাথায় রাখতে হয় পাশাপাশি একজন সহ-অধিনায়কেরও দায়িত্ব অনেক। কোহলি যদি কোনো পরামর্শ চায় তাহলে আপনাকে তাৎক্ষনিকভাবে সেটির জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।

অস্ট্রেলিয়া সফরকালে রাহানের নেতৃত্বাধীন ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শোচনীয় ভাবে পরাজিত হবার পরও দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজ জয় করেছে।