চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহলের দাবিতে বিক্ষোভ

সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালসহ ৭ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে রাখে।

আন্দোলনকারীদের দাবি, মানুষ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছে, কিন্তু সরকার কোটা বাতিলই করে দিয়েছে। সরকারি চাকরিতে কোটা ছাড়াও হাসপাতাল, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেবার দাবি জানান তারা।

শাহবাগ মোড় অবরোধের কারণে সব পথে দুর্ভোগে পড়েছেন পথে নামা হাজার হাজার মানুষ। তবে কর্মসূচির কারণে বিকল্প উপায়ে যান চলাচল করছে।