জনগণকে দ্রুত করোনার টিকা দেওয়ার তাগিদ ডা. জাফরুল্লাহর

বাংলাদেশে নতুন বৈশিষ্ট্যের নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকেরা। করোনার এই নতুন ধরনের সঙ্গে আফ্রিকার ভাইরাসের সাদৃশ্য আছে বলে দাবি করছেন তাঁরা।

সোমবার (১ ফিব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাঁরা। এ সময় দ্রুততার সঙ্গে দেশের জনগণকে ব্যাপকভাবে করোনার টিকা দেওয়ার তাগিদ দিয়েছেন ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, সরকারের কাছ থেকে যথাযথ অর্থ বরাদ্দ এবং নীতি সহায়তা পেলে, ছয় মাসের মধ্যে দেশেই সব ধরনের করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব।

তিনি বলেন, ‘বাজারে যতগুলো ভ্যাকসিনের নাম শুনেছেন আপনারা, প্রত্যেকটা ভ্যাকসিন আমরা ছয় মাসের মধ্যে করতে পারি। একটা অনুরোধ করব সরকারকে, ব্যবসার দিকে নজর না দিয়ে গবেষণার ওপর একটু নজর দেন।’