টিকা ইস্যুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা হলেন একজন বাংলাদেশী ক্রিকেটার ও রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডেতে ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) টিকা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সারা দেশে করোনার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। নড়াইলে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলছে। চলতি সপ্তাহে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা টিকাদান কার্যক্রম উদ্ধোধন করেছেন।

মাশরাফীর ফেসবুকের স্ট্যাটাসটি সম্পূর্ন তুলে ধরা হলোঃ

বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে সম্ভবত প্রথম ২৩টি দেশে করোনা মহামারির টিকা দেয়া হচ্ছে। আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ এই প্রিয় জন্মভূমি (বাংলাদেশ) ২৩টি দেশের মধ্যে অন্যতম।

আল্লাহর অশেষ রহমতে এই টিকা দিতে কারও কোনও বিড়াম্বনায় পড়তে হচ্ছেনা বা নেয়ার পর এখনও কোন সমস্যাও হয়নি ইনশাল্লাহ।

যদি ভুল না বলি এই করোনা মহামারীকে অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। এই অবস্থায়, সব রাজনীতির উর্ধ্বে গিয়ে নিজেকে ভাগ্যবান বা একজন গর্বিত বাঙালি ভাবতে পারেন কিনা ভেবে দেখতে পারেন।

আমি অবশ্যই একজন গর্বিত বাঙালি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।