কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব

আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হওয়া সাকিবের নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে ফেরার সম্ভাবনা রয়েছে।

তবে এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলতে না চাওয়া এ অলরাউন্ডারকে লাল বলের ক্রিকেটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার নাও রাখা হতে পারে। টেস্টের সময় আইপিএলে খেলার জন্য ছুটি চেয়েছেন সাকিব। বিসিবিও ছুটি মঞ্জুর করেছে।

কেন্দ্রীয় চুক্তিতে টেস্টে সাকিবকে রাখা হবে কিনা জানতে চাইলে গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘যেহেতু আমাদের বোর্ড সভা এখনও হয়নি। তবে আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নিব।’

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজই বিসিবি কার্যালয়ে আকরাম খান, বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে নির্বাচকদের মিটিং হবে। সেখানেই কেন্দ্রীয় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং সাকিবকে টেস্টের জন্য চুক্তিতে না রাখার সম্ভাবনাই বেশি।