টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ রেফারি পেল বাংলাদেশ

চলতি ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ। বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজের মধ্য দিয়ে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে কোনো বাংলাদেশি নিয়ামুর রশিদকে দেখা যাবে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে। বর্তমানে নিয়ামুর রশিদ একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।

একসময় জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার ছিলেন নিয়ামুর রশিদ। নিয়ামুর রশিদ ১৯৯৯ বিশ্বকাপে খেলেছিলেন। ২০০৬ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা গেছে নিয়ামুর রশিদকে।

এবার টেস্ট ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্বে দেখা যাবে নিয়ামুর রশিদকে। এর আগে নিয়ামুর রশিদ ৯টি ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন।

করোনার কারণে বিদেশি আম্পায়ারদের দায়িত্ব পালনে বিধিনিষেধের ফলে স্থানীয় আম্পায়ারদের সুযোগ বেড়েছে। তাই এবার সে সুযোগে টেস্টে ম্যাচের রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ।