ট্রাম্পকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত: বাইডেন

হোয়াইট হাউস ছাড়ার পর কিছুদিন নীরব থেকে আবার আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে তাকে নিয়ে কথা বলতে বিরক্তবোধ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার উইসকনসিনের সিএনএন টাউনহলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। তাকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না।

আলোচনায় থাকতে ট্রাম্প নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করে গোমড়ামুখ নিয়ে ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। এরপর বড় একটা সময় তিনি চুপ ছিলেন।

কিন্তু বুধবার ফক্স নিউজের আমন্ত্রণে ৩ নভেম্বর নির্বাচনে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, রুশ মনে করতেন—আমি জয়ী হয়েছি—আমিও তেমনটি মনে করি। সত্যিকার অর্থে আমি জয়ী।