তামিম এখন সর্বোচ্চ ডাক-এর মালিক

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে অভিহিত করা হয় দেশসেরা ওপেনার হিসেবে। অবশ্য তকমাটা এমনিতে আসেনি। দেশের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন তিনিই। তবে এবার এক বিব্রতকর রেকর্ডেও সবার ওপরে উঠলেন টাইগার ওপেনার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাক তথা শূন্য রানে আউট হয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শুক্রবার শূন্য রানে আউট হন তামিম ইকবাল। এর মাধ্যমে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে মাশরাফী বিন মোর্ত্তজার পাশে বসেছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।

দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৩ বার করে শূন্য রানে আউট হয়েছেন। ৩১টি ‘ডাক’ মেরে এই রেকর্ডে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া মুশফিকুর রহিম ২৬ বার ও হাবিবুল বাশার ২৫ বার শূন্য রানে আউট হয়েছেন।