দীর্ঘ ২৯ বছর পড়াশোনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ইসলাম গ্রহণ

দীর্ঘ ২৯ বছর ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রিতু কুন্ডু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের ইসলাম গ্রহণে দীর্ঘ যাত্রার কথা জানিয়েছেন।

অধ্যাপক রিতু কুন্ডু বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর্যন্ত আমি নিজের পরিবার, সমাজ ও মানুষের আচার-ব্যবহার পর্যবেক্ষণ করি। এ দীর্ঘ সময় হিন্দু ধর্মসহ প্রধান সব ধর্মের গ্রন্থাবলি পাঠ করেছি। জাপানেও এ বিষযে পড়াশোনা করি। ২০১২ সালে এসে বুঝতে পারি, এগুলো মানুষের রচিত বই।

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর আমি পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পাঠ করি। এর পাশাপাশি আমি হাদিসও পাঠ করি। মহান আল্লাহর নির্দেশনার কারণ ও বিধি-নিষেধ নিয়ে চিন্তা-ভাবনা করি। কখনো এ বিষয়ে স্বপ্নও দেখেছি। তা হয়ত অনেকের অবিশ্বাস্য মনে হবে।’

ইসলাম গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ২৯ বছরের পড়াশোনা ও জ্ঞান-বুদ্ধির আলোকে আমি ইসলাম বিষয়ে এক মাস ব্যাপী পড়াশোনা শুরু করি। ১৬ দিনের মধ্যেই আমি সত্য উপলব্ধি করি এবং (২০১৭ সালের মার্চে) ইসলাম গ্রহণ করি। তখন থেকে আমি হিজাব পরিধান ও নামাজ আদায় শুরু করি।’