দেশের আট বিভাগে তৈরি হবে ক্যান্সার হাসপাতালঃ স্বাস্থ্যমন্ত্রী

দেশের আট বিভাগে ২৫০০ কোটি টাকা ব্যয়ে ৮টি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। সেখানে ক্যান্সারসহ হার্ট ও কিডনির চিকিৎসার ব্যবস্থাও থাকবে।

আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক একথা জানান।

ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এত লোক ঢাকায় আসে, দীর্ঘসময় রোগীসহ তাদের স্বজনদেরও ঢাকায় থাকতে হয়। এ চিকিৎসার জন্য অনেক সময় লাগে, চিকিৎসাও ব্যয়বহুল। তাই দেশের ৮ টি বিভাগে ক্যান্সার হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে, লোকদের কষ্ট করে ঢাকায় আসতে হবে না। দেশের আটটি হাসপাতালে প্রায় ১০০০ টি বেড হবে। ক্যান্সারসহ হার্ট ও কিডনি রোগের চিকিৎসা পেতে মানুষের কষ্ট দূর হবে।