নরেন্দ্র মোদি শুধুমাত্র হিন্দুদের নেতা: অধীর চৌধুরী

ভারতীয় সংসদের নিম্ন কক্ষ লোকসভায় প্রধান বিরোধীদল কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবলমাত্র হিন্দুদের নেতা। সম্প্রতি হিন্দি ‘আজতক’ টেলিভিশন চ্যানেলে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।

অধীর বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বজনীন প্রধানমন্ত্রী হতে পারেননি। মোদি সব শ্রেণির নেতা হতে পারেননি। ২০ কোটি মুসলিমকে জিজ্ঞেস করুন মোদি কী তাদের নেতা? উনি হিন্দুদের নেতা হিসেবে রাজত্ব করতে চান। উত্তর প্রদেশের নির্বাচনে দেখুন একজন মুসলিমকেও কী জায়গা দেওয়া হয়েছে?’

কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে জিজ্ঞেস করা হয় গত লোকসভা নির্বাচনে মোদী ৩০৬ আসনে জিতেছিলেন। ইন্দিরা গান্ধীর পরে প্রথমবারের মতো কেউ এত বড় জয় পেল। তবুও কেন আপনি তাকে সব শ্রেণির নেতা বিবেচনা করছেন না? ওই প্রশ্নের জবাবে অধীর চৌধুরী বলেন, ‘এটা তার ত্রুটি। উত্তর প্রদেশের নির্বাচনে কোনও মুসলিমকেই জায়গা দেওয়া হয়নি। কারণ মোদি তাদের নেতা হতে চান না। হিন্দুরা সংখ্যায় বেশি, সেজন্য মোদি মেরুকরণের রাজনীতি করছেন। উনি হিন্দু নেতা হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।’