নিলামে ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন মরিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে পাঞ্জাবকে টেক্কা দিয়ে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালসে খেলবেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত চলছে।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। চেন্নাইয়ে নিলামে মরিসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। নিলামে ৩ নাম্বারে সেটে ছিলেন ক্রিস মরিস। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, শিভাম দুবে ও কেদার যাদব।

মরিসের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেখান থেকে কয়েক দলের টানাটানিতে শেষ পর্যন্ত দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৬ কোটি রুপিতে। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বিড করেছিল এই অলরাউন্ডারকে। তারপর একে একে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস।

এর আগে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের। ২০১৫ সালে ভারতীয় এই অলরাউন্ডারকে ১৬ কোটি রুপিতে কিনে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।