নীলক্ষেতে সরে যেতে শিক্ষার্থীদের ৫ মিনিট সময় দিল পুলিশ

রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে পরীক্ষার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যেতে ৫ মিনিট সময় দিয়েছে পুলিশ।

রমনার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, আমরা ছাত্রদের ৫ মিনিটের মধ্যে সরে যেতে বলেছি। না হয় আমরা অ্যাকশনে যাবো।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।