পাল্লা দিয়ে চালাতে গিয়ে বাস খাদে: আহত ১০

মহাসড়কে পাল্লা দিয়ে গাড়ি চালাতে গিয়ে একটি কাভার্ডের ধাক্কায় ৩২ জন যাত্রী নিয়ে নাফ পরিবহন নামে একটি বাস খাদে পড়ে গেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে কারো পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কে বেপরোয়াভাবে চালানোর অভিযোগে নাফ পরিবহনের ওই বাস ও কাভার্ডটি আটক করে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ড দিয়ে সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা-কাঁচপুর চলাচলরত একটি নাফ বাস হঠাৎ ইউটার্ন নেয়। এসময় কাভার্ডটি একটি বাসের বামপাশ দিয়ে ধাক্কা দিলে বাসটি যাত্রীসহ পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়েছে তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।