প্রেসক্লাবে সংঘর্ষের ঘটনায় আহত ৩০: চিকিৎসাধীন ঢামেকে

শাহবাগ জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার শরীরে ইট পাটখেল সহ লাঠিপেটার আঘাত রয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন, পুলিশ সদস্য মুকিম ও ওমর ফারুক, বিএনপি নেতা হাবীবুন্নবী সোহেল, এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শেখ মো. মামুন, ছাত্রদল কর্মী মো. রাসেল, ইমরান মীর, হুমায়ুন কবীর, সাইদুজ্জামান সুজন, আবিদ খান, রাজিব আহমেদ, সিমান্ত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত ৩০ জন ঢাকা মেডিক্যালে এসেছেন আহত অবস্থায়। সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কারো গুরুতর আঘাত নেই। আহতদের সংখ্যা বাড়তে পারে।