ফানি ভিডিও বানাতে সেতু থেকে গঙ্গায় ঝাঁপ: তলিয়ে গেলেন যুবক

ফানি ভিডিও বানাতে গিয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গা নদীতে ঝাঁপ দেওয়ার সময় তলিয়ে গেলেন এক যুবক। জানা গেছে, পাঁচ বন্ধু মিলে তাঁরা ফানি ভিডিও তৈরি করার পরিকল্পনা করেন। রোববার (৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা অনুযায়ী মোটরবাইকে করে তারা দ্বিতীয় হুগলি সেতুর ওপর পৌঁছে যান।

সেলফি নেওয়ার পর, মোবাইলের ভিডিও ক্যামেরা চালু করে দুই যুবক সেখান থেকে ঝাঁপও দেন গঙ্গায়। তাদের মধ্যে একজন গঙ্গার স্রোতে তলিয়ে যান। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তারা সবাই তিলজলার বাসিন্দা।

পুলিশ জানায়, যে দুই তরুণ ঝাঁপ দেন, তাদের একজন টাস্তগির আলম এবং অপরজন জাকির সর্দার। পরে, ডুবুরি নামিয়ে ২৩ বছরের আলমকে উদ্ধার করা হয়েছে। কিন্তু জাকিরের এখনও খোঁজ মেলেনি।

এ ঘটনায় থানায় অভিযোগ করেছে জাকিরের বাবা। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।