ফিলিস্তিন বাসিন্দাদের ওপর আবারও উচ্ছেদ অভিযান চালালো ইসরায়েল

পশ্চিম তীরে ফিলিস্তিন বাসিন্দাদের ওপর আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে ইসরায়েল।

গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারী) কিরবেত হামুসা এলাকায় বসবাসরত স্থানীয় কমিউনিটিদের বেশকিছু বসতবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

বার্তা সংস্থা এপি জানায়, গেলো কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি বাসিন্দাদের উপর তৃতীয় দফা চালানো হয় ইসরায়েলের উচ্ছেদ অভিযান। ফিলিস্তিনি বাসিন্দাদের টিন শেড দিয়ে তৈরি বেশ কিছু ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

গণমাধ্যম বলছে, উচ্ছেদ অভিযানের আগেই সরিয়ে নেয়া হয় ফিলিস্তিনি বাসিন্দাদের। মূলত এ অঞ্চলটিতে বাস করতো ফিলিস্তিনিদের ৭৫টি পরিবার। ভেড়া পালনের পাশাপাশি বেশ কয়েকটি খামারও ছিলো তাদের। যদিও উচ্ছেদ অভিযান নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।