ফ্রান্সে নির্মাণাধীন মসজিদ ভাঙচুর, মুসলিম সংগঠনের নিন্দা

ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে নির্মাণাধীন একটি বৃহত্তম মসজিদ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির মুসলিম সংগঠনগুলো। ইসলাম ও মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকে স্ট্রাসবুর্গের মসজিদে ভাঙচুর চালানো হয়।

মসজিদ নির্মাণ তদারককারী প্রতিষ্ঠান মিলি গরাস ইসলামিক কনফেডারেশন (সিআইএমজি) এক ভিডিও বার্তায় ইসলামবিদ্বেষমূলক সাম্প্রদায়িক বার্তা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে।

বিবৃতিতে মসজিদ কর্তৃপক্ষ বলেন, এ ঘটনা ফ্রান্সের চলমান অবস্থার বহিঃপ্রকাশ করে। মুসলিমদের উদ্দেশ্যকরে প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এতে শান্তিপূর্ণ সহাবস্থানের বিরোধীরা অনেক সফল ভূমিকা পালন করছে।

এছাড়াও মসজিদের নির্মাণকাজ তদারক করায় প্রতিষ্ঠানটি হুমকি-ধমকিমূলক অনেক চিঠি পেয়েছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও এর কোনো সমাধান হয়নি।

ফ্রান্সের মসজিদ ভাঙচুরের ঘটনায় জাতীয় নেতৃবৃন্দসহ সবাই সমালোচনা করে। নির্মাণাধীন মসজিদ ভাঙচুরের ঘটনায় সিআইএমজি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সংগঠনও নিন্দা জানিয়েছে। ফ্রান্স কাউন্সিল অব মুসলিম ওরশিপস (সিএফসিএম) ও দ্য ইউনিয়ন অব মসকোস (ইউএমএফ) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি