বঙ্গবন্ধুর সান্নিধ্য পাইনি, শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়তে চাইঃ নৌপ্রতিমন্ত্রী

সুযোগ পেলে দেশের মানুষ অনেক আগেই জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করতো বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক আলোচনা সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান বেনিফিশিয়ারি। পঁচাত্তর পরবর্তীতে তিনি জাতির পিতার খুনিদের লালন পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়; সেই ইনডেমনিটি অধ্যদেশটি আইনে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের সংসদে এনেছেন জিয়া। এরশাদ, খালেদা জিয়াও সে পথে চলেছেন।

নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, আমরা রাজনীতিতে বঙ্গবন্ধুর সান্নিধ্য পাইনি। স্বাধীনতা সংগ্রামের সময় ছিলাম না। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম। বঙ্গবন্ধুর জীবন থেকে যা পেয়েছি; প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়তে চাই।