বঙ্গবন্ধুর সাড়ে ৬ হাজার ছবি দিয়ে বাংলাদেশের মানচিত্র অংকন

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে ৬ হাজার ছবি দিয়ে বাংলাদেশের মানচিত্র অংকন করে করোনার সময় লকডাউনে ইতিহাস গড়েছেন বগুড়ার তারিকুল ইসলাম নামে এক চিত্রশিল্পী।

চিত্রশিল্পী তারিকুল ইসলাম তাঁর তুলির আঁচড়ে, রং- কলমের কারুকাজে পরম মমতায় ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ- সে কথাই শিল্পকর্মে প্রকাশ করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া শহরের সাতমাথায় গত শুক্রবার বিকালে তারিকুলের একক শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

চিত্রশিল্পী তারিকুল ইসলামের শিল্পকর্মে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, তারুণ্য এবং রাজনৈতিক জীবনের ২৫০টি দুর্লভ চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে পেনসিল স্কেচে আঁকা চিত্রকর্ম আছে ৩১টি।

এছাড়া ২২৯টি আছে জলরঙে আঁকা ছবি। আছে পেনসিল স্কেচে আঁকা জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠ, বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষাণ, বঙ্গবন্ধুর কারাবন্দি জীবন, মুক্তিযুদ্ধ ও বিজয় উল্লাস, বঙ্গবন্ধুর চোখে বাংলাদেশ এবং ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাযজ্ঞের শোকচিত্র।

উল্লেখ্য, তাঁর চিত্রকর্মের সঙ্গে পেনসিলে লেখা আছে ১৯২০ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকগাঁথার কথা। সূত্রঃ আমাদের সময়