বদলি নেমে মেসির গোল, ঘাম ঝরানো জয় বার্সার

লা লিগায় রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের দুই নম্বরে ওঠে এসেছে কাতালানরা। ২১ ম্যাচে বার্সার সংগ্রহ ৪৩ পয়েন্ট।

শুরুর দিকে কাতালানদের হতাশ করে ৩৮ মিনিটে লিড নেয় বেতিস।

পিছিয়ে পড়া দলকে বদলি নেমে লড়াইয়ে ফেরান লিওনেল মেসি। এরপর আত্মঘাতী গোলের সুবাদে এগিয়েও গিয়েছিল বার্সা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে তাদের ফের অস্বস্তিতে ফেলে দেয় রিয়াল বেতিস। ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের শেষ মুহূর্তের গোলে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে রোনাল্ড কোম্যানের দল।

নিজের ভুলকে ফুলে পরিণত করতে বেশি সময় নেননি রুইজ। ৭৫ মিনিটে নাবিল ফেকিরের ফ্রি কিকে চমৎকার গোল করে বেতিসকে ২-২ গোলের সমতা উপহার দেন ৩২ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।

ড্র’য়ের পথেই যাচ্ছিল ম্যাচ। তবে, তা হতে দেননি ত্রিনকাও। সমানে সমান লড়াইয়ে ৮৭ মিনিটে ব্যবধান গড়েন ২১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচে আর কোনো বিপদ হয়নি। দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষ হয় ৩-২ ব্যবধানে। বার্সেলোনা সমর্থকদের মুখে জয়ের হাসি। আর তাতেই খুশি কোম্যান, মেসি।