বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেটভক্তরা

আগামী ২৩-২৮ মার্চ ভারতের পুণেতেই অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড ওয়ান-ডে সিরিজ। তবে ভক্তদের জন্য খারাপ খবর হলো, করোনার পর চেইন্নাই ও আহমেদাবাদ টেস্ট দিয়ে ভারতে গ্যালারিতে দর্শক ঢুকতে পারা শুরু হলেও ওয়ানডে সিরিজ হবে ফাঁকা গ্যালারিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রেসিডেন্ট বিকাশ কাকাটকর এবং গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মিলিন্দ নাভেরকর একটি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে। সেই বৈঠকের পরেই ঠিক হয় পুণেতেই অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড ওয়ান-ডে সিরিজ, তবে খেলাগুলি হবে দর্শকশূন্য গ্যালারিতে।

ভারতের মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এমনই সিদ্ধান্ত গ্রহণ করছে মহারাষ্ট্র সরকার। প্রাথমিকভাবে পুণে থেকে ওয়ান-ডে সিরিজ সরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও ম্যাচ আয়োজনের ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চয়তা দিল মহারাষ্ট্র সরকার।

একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার জন্য এমসিএ প্রেসিডেন্টকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মারফৎ জানিয়েছে, মহারাষ্ট্রে সাম্প্রতিক সময়ে কোভিড সংক্রমণ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করে মননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিকে অনুরোধ করেছেন যাতে ক্রিকেটার এবং অফিসিয়ালদের কথা ভেবে প্রয়োজনীয় সবরকম সতর্কতা গ্রহণ করা হয়। এরইসঙ্গে তিনম্যাচের ওয়ান-ডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সমস্ত অনিশ্চয়তা দূর হল।

ওয়ানডে সিরিজ ৪ মার্চ থেকে আমদাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট৷ টেস্ট সিরিজের পর আমদাবাদেই হওয়ার কথা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ৷ তারপর পুনেতে হবে ওয়ানডে সিরিজ।

উল্লেখ্য, ভারতের মহারাষ্ট্রে একদিনে নতুন করে ৮ হাজার জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে৷ এদিকে মোতেরায় নরেন্দ্র মোদী নামাঙ্কিত নবনির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিয়েছিল বিসিসিআই৷ সিরিজের শেষ টেস্টেও একই নিয়ম বলবৎ রেখেছে ভারতীয় বোর্ড৷ এর আগে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টেও ৫০ শতাংশ দর্শকের উপস্থিতি ছিল স্টেডিয়ামে।