ভারতকে যা খুশি তা-ই করতে দিচ্ছে আইসিসি

ভারতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অভিষেকটাই হল এক প্রকার কেলেঙ্কারি দিয়ে। মাত্র ১২ ঘন্টায় শেষে হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এরপরই পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে চারদিকে। ইংল্যান্ড অধিনায়ক তো শরণাপন্ন হন ম্যাচ রেফারিরও। এদিকে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন এভাবে ভারতকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে আইসিসি দন্তহীন হয়ে পড়ার পথে।

দুইদিনের কম সময়ে শেষ হওয়া ম্যাচে প্রথম দিন থেকেই আধিপত্য বিস্তার করে স্পিনাররা। উইকেটে টার্ন ও ধুলোর ছড়াছড়ি প্রথম দিন থেকেই। যে পিচে হাত ঘুরিয়ে মাত্র ৮ রান খরচায় ৫ উইকেট তুলে নেন ইংলিশ দলপতি জো রুটও।

তবে কাজের কাজ যা করার করে দিয়েছেন ভারতীয় দুই স্পিনার আক্সার প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। উইকেটে দুজনের বিছিয়ে দেওয়া স্পিন মায়াজালে ১০ উইকেটে হারতে হয়েছে ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ১১২ রানের পর দ্বিতীয় ইনিংসে অল আউট ৮১ রানে।

উইকেট নিয়ে শুরু থেকে সোচ্চার ইংলিশ সাবেক কাপ্তান মাইকেল ভন দ্য টেলিগ্রাফে লিখতে গিয়ে বেশ কড়া সুরেই কথা বলেছেন। তার মতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারতকে ইচ্ছেমত পিচ বানানোর অনুমতি দিচ্ছে।