ভারতের আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ইংল্যান্ডের

আহমেদাবাদ টেস্টে অন ফিল্ড আম্পায়ার এবং থার্ড আম্পায়ার নিয়ে অখুশি ইংল্যান্ড। তাদের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ইংল্যান্ড দলের ব্যাটসম্যান জ্যাক ক্রলি। জো রুটকেও দেখা যায় আম্পায়ারের সঙ্গে তর্ক করতে।

আহমেদাবাদে দিবারাত্রি টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ভারতের নিতিন মেনন এবং অনিল চৌধুরী এবং টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন শামসুউদ্দিন। তবে টেস্টের প্রথম দিনে আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ইংল্যান্ড দল। মূলত ইংল্যান্ডের অভিযোগ বেন স্টোকসের ক্যাচ এবং রোহিত শর্মার শর্মার স্ট্যাম্পিং নিয়ে।

শুরুটা হয়েছিল শুভমান গিলের আউট নিয়ে। স্লিপে বেন স্টোকস ক্যাচ নিয়ে অন-ফিল্ড আম্পায়ার সেটিকে আউট হিসেবেই বিবেচনা করে। সফট সিগন্যাল আউট দিলেও পরবর্তীতে টিভি আম্পায়ারের কাছে দ্বারস্থ হলে দেখা যায় বল মাটিতে স্পর্শ করেছে। টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি স্টোকস।

পরেরটি আরও বিতর্ক সৃষ্টি করে। জ্যাক লিচের বলে রোহিত শর্মাকে স্ট্যাম্পিংয়ের জন্য আপিল করেন ইংল্যান্ড উইকেটরক্ষক ফোকস। তবে টিভি আম্পায়ার সেটি একবার দেখেই নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন।