ভারতে হিমবাহ ধস: মৃত্যু ১৪ জনের, নিখোঁজ ১৭০

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে ১৭০ জন। (এনডিটিভির প্রতিবেদনে)
রোববার স্থানীয় সময় (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকানন্দ ও ধৌলিগঙ্গা নদীর উপর হিমবাহ ভেঙে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হিমবাহ ধসের পর ধৌলিগঙ্গা নদীর পানি দ্রুত বৃদ্ধি পায় এবং এতে নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ঋষিগঙ্গা নদীর উপর তৈরি হওয়া বিদ্যুৎ প্রকল্পটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মাণাধীন ওই প্রকল্পে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। তারাও এই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন।

উত্তরাখণ্ডের চার জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ধার কাজের জন্য শ’খানেক আইটিবিপি জওয়ানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলোতে প্রবল বন্যার পানি দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ছবিও এসেছে বিভিন্নজনের পোস্টে।