ভাষা শহীদদের প্রতি আজহারীর আবেগঘণ স্ট্যাটাস

ভাষা ও শহীদ দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তাঁর স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে হবহু তুলে ধরা হলোঃ

বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে, এদেশের একদল অকুতোভয় বীর সন্তান নিজেদের জীবন বিলিয়ে দিয়ে, তৈরী করেছিল এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আর, সে ইতিহাসের নামই— একুশে ফেব্রুয়ারি।

বাংলাদেশসহ গোটা বিশ্বে যেসব বাংলাদেশীরা সাবলীলভাবে বাংলা ভাষায় কথা বলেন, তাদের প্রত্যেকের কাছে একুশে ফেব্রুয়ারি একটি আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসার নাম।

“একুশে ফেব্রুয়ারি” শব্দটি শুনলেই কেমন যেন চোখে ভেসে উঠে— সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর এই নাম গুলো, কানে বেজে উঠে— “রাষ্ট্র ভাষা বাংলা চাই” স্লোগানটি, আর হৃদয় যেন সকরুণ সুরে গেয়ে ওঠে— আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ?

না, আমরা তাদের ভুলিনি। ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগী সকল ভাষা শহীদদের প্রতি জানাই— হৃদয় নিংড়ানো দোয়া, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।