মসজিদুল হারামে বয়ষ্কদের চলাচলে বৈদ্যুতিক যানের ব্যবস্থা

বয়ষ্ক ও প্রবীণদের চলাচলে সুব্যবস্থা করতে মক্কার পবিত্র মসজিদুল হারামে বৈদ্যুতিক যান চালু করা হয়েছে। প্রবীণদের যান ব্যবস্থার উদ্বোধন করেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস সুদাইস।

বয়ষ্ক ও প্রবীণদের চলাচলের সুবিধার্থে মসজিদুল হারামের ভেতর এই বিশেষ বাহনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া হারামের ভেতর মুসল্লিদের প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করতে অনেক টেক পয়েন্ট স্থাপন করা হয়েছে।

করোনার কারণে গত বছরের ৪ জানুয়ারি থেকে ওমরাহ কার্যক্রম ও মসজিদুল হারাম ও মসজিদে নববিতে নামাজ আদায় স্থগিত করা হয়। তারপর ৪ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন ও মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে নামাজ আদায় শুরু হয়।

উল্লেখ্য, করোনাকালে পর্যায়ক্রমে ওমরাহ চালুর পর বিগত চার মাসে প্রায় ১৯ লাখ ৩৪ হাজার লোক ওমরাহ পালন করেছেন এবং ৫৪ লাখ ৮০ হাজার মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন।

সূত্রঃ হারামাইন শরিফাইন