মাঝ আকাশে বিপাকে ভারতীয় বিমান, জরুরি অবতরণ পাকিস্তানে

পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে গতকাল রবিবার (১৪ মার্চ) জরুরিভিত্তিতে অবতরণ করে ভারতের একটি বিমান। জ্বালানি নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সেখানে অবতরণ করে।

এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটির (সিএএ) সঙ্গে যোগাযোগ করে। তাদেরকে জানানো হয়, তাদের জরুরি অবতরণ দরকার। জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে।

ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন ব্রিটিশ একজন রোগী, চিকিৎসক ও দু’জন নার্স। দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল এয়ার অ্যাম্বুলেন্সটি।

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি তাজাকিস্তানের রাজধানী দুশানবেতে যাচ্ছিল। মাঝ আকাশেই দেখা যায় জ্বালানি প্রায় শেষের পথে। এতে রীতিমতো সমস্যায় পড়তে হয় বিমানের পাইলটকে।

বাধ্য হয়ে ইসলামাবাদ এয়ারপোর্টের সিএএ-র সঙ্গে কথা বলার পর অনুমতি মেলে। দুই ঘন্টা পর জ্বালানি নিয়ে আবারো দুশানবেতের দিকে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি।

সূত্র: ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস