মাহফিলে উসকানিমূলক বক্তব্য, বক্তাসহ দুজনকে পুলিশে দিলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দুই জনকে পুলিশে দিয়েছেন আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকিয়া নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এই উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে বক্তাসহ দুই জনকে আটক করে আবদুল কাদের মির্জা পুলিশে সোপর্দ করেন।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। আটককৃত দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আটককৃতরা হলেন, কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭) এবং বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ইমরান হোসেন রাজু (২২)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিজে বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।