মুশফিক-রিয়াদসহ ভ্যাকসিন নেননি ৫ ক্রিকেটার

বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। অগ্রাধিকার বিবেচনায় ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল। তবুও ৫ জন ক্রিকেটার ভ্যাকসিন নেননি।

নিউজিল্যান্ড সফরে দলে যারা আছেন তাদের ভ্যাকসিন গ্রহণের ক্ষণ নির্ধারিত ছিল ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তবে এই সময়ে ৫ ক্রিকেটার ভ্যাকসিন নেননি।

ভ্যাকসিন না নেওয়া ক্রিকেটাররা হলেন- টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান।

ভ্যাকসিন গ্রহণে অনেক দেশেই প্রকট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। ভ্যাকসিন গ্রহণ নিয়ে তাই আতঙ্ক কাজ করছে কারও কারও মধ্যে। বাংলাদেশে অবশ্য মৃদু পার্শ্বপ্রতিক্রিয়াই দেখা যাচ্ছে, ভ্যাকসিন গ্রহণের ফলে দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতায় ভুগতে হয়নি কাউকে। তবুও ভ্যাকসিন গ্রহণ নিয়ে কারও কারও মনে আতঙ্ক বিরাজ করছে।