মেসির অবদান অর্থ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়: বার্সা সাবেক প্রেসিডেন্ট

আসন্ন নির্বাচনে বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তা দাবি করেছেন, কাতালান ক্লাবটির মোট আয়ের এক-তৃতীয়াংশের উৎস লিওনেল মেসি। কাতালান দলটির সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার চলমান চুক্তির তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার পর এমন বক্তব্য করলেন তিনি।

বার্সেলোনার আর্থিক দুরবস্থার এমন পরিস্থিতির জন্য মেসির দিকেই আঙুল তুলছেন অনেকে।

মেসির চুক্তি ফাঁসের বিষয়ে এবার মুখ খুলেছেন লাপোর্তা। কাতালান রেডিও আরএসিওয়ানে সোমবার জানান, বার্সেলোনা অধিনায়কের পাশেই আছেন। তিনি বলেন, মেসির সমর্থনে তাকে একটা বার্তা পাঠিয়েছি। তাকে বলেছি খবরে নজর না দিতে। কারণ বার্সেলোনার সমর্থকরা চায় সে যেন এখানেই খেলা চালিয়ে যায়। এমন খবর আহত করে কারণ এটা বার্সেলোনার ক্ষতি করে। কেউ দায়িত্বে না থাকলে এই ব্যাপারগুলো ঘটে।

তিনি আরও বলেন, বার্সেলোনার বর্তমান এ অবস্থার জন্য মেসির চুক্তি কোনো বিষয় নয়। তার পেছনে যে খরচ এর চেয়ে বেশি আয়ে সে সহায়তা করেছে। অর্থনৈতিক দলের একটি গবেষণা বলছে- বার্সার আয়ের এক-তৃতীয়াংশের উৎস মেসি।