যুবরাজ না, সরাসরি বাদশাহর সঙ্গে যোগাযোগ করবেন বাইডেন

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের কূটনৈতিক পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এখন থেকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মাধ্যমে সরাসরি কূটনৈতিক যোগাযোগ করা হবে। হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করতে পছন্দ ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের।

জেন সাকি বলেন, আমরা শুরু থেকেই পরিষ্কার করে দিতে চাই যে, সৌদি আরবের সঙ্গে সম্পর্কে আমরা পরিবর্তন আনতে চাই।

যুবরাজের সঙ্গে বাইডেন কথা বলবেন কিনা; প্রশ্নে জেন সাকি বলেন, সমমর্যাদার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট। এখানে বাইডেনের সমকক্ষ হলেন বাদশাহ। কাজেই যথাসময়ে তার সঙ্গে যোগাযোগ করা হবে।