রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজায় একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (০৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজলক্ষ্মী জুয়েলার্স নামের ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে।

আজ রবিবার (০৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ এ কথা নিশ্চিত করেন। এ ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা জানান, দোকান থেকে ৫০০ ভরি গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অমিত সাহা বলেন, গতকাল শনিবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে এ লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ নিয়ে যায়।

অমিত আরও বলেন, সিসি টিভির ফুটেজে তিনজনকে দেখা গেছে। তবে তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।