শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে এই আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। যে যাই বলুক। দেশে-বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে-সততা নিয়ে কাজ করলে আর সে কাজের সুফল যখন জনগণ পায়। সেখানেই তৃপ্তি জনগণের জন্য কিছু করতে পারলাম।
সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হয়েছে। আরো এক লাখ ঘর নির্মাণের কাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে।’

রেওয়াজ অনুযায়ী অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্যের আগে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। এবারের অধিবেশনে একদিনও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে দেখা যায়নি। জি এম কাদের করোনায় আক্রান্ত হলেও এখন তিনি করোনামুক্ত।