শহীদ মিনারে জুতা পায়ে কৃষকলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে লক্ষ্মীপুরে কৃষক লীগ নেতা ও ছাত্রলীগের কর্মীদেরকে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে দেখা গেছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। রাজনীতিকদের এমন কাণ্ডে সমালোচনা শুরু হয়েছে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সাজুসহ কয়েকজন ছাত্রলীগ কর্মীকে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে ফুল দিতে দেখা গেছে। এসময় পৃথক ফুলের ঢালা হাতে তাদের মধ্যমণি ছিলেন চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি এ টি এম জাকির হোসেন জাহাঙ্গীর ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু। জাহাঙ্গীর চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু বলেন, ঘটনাটি আমার নজরে পড়েনি। যদিও হয় তাহলে মাঠে ছবি তোলার সময় কয়েকজনের জুতা পায়ে ছিল। ফুল দেওয়ার সময় ছিল না।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি এ টি এম জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, সাজুর পায়ে জুতা ছিল কিনা আমি খেয়াল করিনি। বিষয়টি আমি দেখছি।