শেষ টেস্টেও থাকছেন না সাকিব

ইনজুরির কারণে সিরিজের শেষ টেস্টে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

শেষ টেস্ট খেলতে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছেছে বাংলাদেশ ও উইন্ডিজ দল। দুই বছর আগে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও এবার অন্তত সিরিজ হারতে হবে না ক্যারিবিয়ানদের।

চট্টগ্রামে প্রথম টেস্ট চলাকালীন দ্বিতীয়বারের মতো চোট পেয়েছিলেন সাকিব। তারপর প্রথম টেস্টের শেষ দিকে সাকিব বোলিং-ফিল্ডিং করতে পারেননি।

এর আগে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকিতে চোট পান সাকিব আল হাসান। কিছুদিন বিশ্রামে থেকে অবস্থার উন্নতি হলে প্রথম টেস্টে খেলতে নামেন। প্রথম ইনিংসে ব্যাটিং করলেও, বোলিং নেমে বাধে বিপত্তি। ৬ ওভার বোলিং করার পর আবারো কুঁচকিতে চোট পান। তার চোটের বিষয়টি স্ক্যান করার পর নিশ্চিত হওয়া যায়।

এর ফলে আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সাকিবের মাঠে খেলা হচ্ছে না। তবে সাকিবের পরিবর্তে দলে কাউকে ডাকা হবে কি না, এ বিষয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।