হোটেলে জায়গা নেই, পর্যটকদের রাতযাপন বাস ও সৈকতে

টানা তিন দিনের ছুটির শেষ দিনে পর্যটকের কমতি নেই দেশের বৃহতম সমুদ্র সৈকতে। প্রতিটি পয়েন্টেই পর্যটকের পদচারণায় মুখর। সবাই ব্যস্ত পানিতে বা বালিয়াড়িতে।

হোটেল মোটেল খালি নেই জেনেও কক্সবাজার সমুদ্র দর্শনে ছুটছেন পর্যটকরা। খোলা আকাশের নিচে রাত্রিযাপন করে দুর্ভোগের শিকার হয়ে ফিরছেন অনেকেই।

ভোগান্তির কথা জেনেও হাজার হাজার পর্যটক এখন কক্সবাজারে। শত হয়রানিও সাগরের বিশালতার কাছে হার মানছে। প্রায় ৩ শতাধিক পর্যটকবাহী বাস এরইমধ্যে কক্সবাজার ছেড়েছে বলে জানা গেছে।

তিনদিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নামায় হোটেল মোটেলগুলোতে ঠাঁই মিলছে না। অনেকেই হোটেলে কক্ষ ভাড়া না পেয়ে সমুদ্রসৈকত ও সড়কে পায়চারী করেছেন। পর্যটকদের অভিযোগ, হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, যানবাহনসহ সবখানে বাড়তি ভাড়া ও অসদচারণের শিকার হওয়ার পাশাপাশি চরম হয়রানিতে পড়ছেন তারা।